Print Date & Time : 25 August 2025 Monday 10:35 am

দৌলতপুরে বিএনপির অবস্থান কর্মসূচি

দৌলতপুর প্রতিনিধি (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে উপজেলা জাতীয়তাবাদী দল(বিএনপি) ও অঙ্গসংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থান কর্মসূচিতে থানা বিএনপির সভাপতি ও  সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন,দৌলতপুর থানা বিএনপির সহ-সভাপতি মো. শামীম মোল্লা,বিএনপির অন্যতম নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান হাবলু মোল্লা, 

সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, মো.গোলাম মোস্তফা, মো. রেজাউল করিম, মো. রুস্তম আলী, মো. সিরাজুল ইসলাম, মো. জহুরুল করিম বিশ্বাস, মো. আকবর আলী,মো. খোয়াজ আলী, শের আলী সবুজ, শিশির মোল্লা, মো. ফরজ উল্লাহ, মো. আতাউর রহমান, মো. শামীম রেজা, মো. মাহবুবুর রহমান, মো. মিঠু শেখ, ছাত্রদল নেতা মোঃ মাসুদুজ্জামান রুবেল, মো. কর্নেল। আয়োজিত অবস্থান কর্মসূচিতে থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানে বাংলাদেশে আরেকটি স্বাধিনতা অর্জিত হয়েছে। এ স্বাধীনতা যেন কেউ নসাৎ করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। তিনি নেতাকর্মীদের আহব্বান জানান সাম্প্রদায়িক সম্পত্তি বজায় রাখতে এবং কোন প্রকার ভাংচুর ও ধংশাক্তক কার্যকলাপ যাতে না ঘঠে সেদিকে সবার নজর রাখতে হবে। 

এসময় বক্তারা ৫ই আগস্ট গণঅভ্যুত্থানে পলাতক শেখ হাসিনাসহ ওই গণহত্যায় জড়িতদের অবিলম্বে বিচার দাবী করেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৫ আগষ্ট  ২০২৪