হেলাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার ভাগজোত বাজারে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনসার আলী মেম্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আলতাফ হোসেন।
দৌলতপুর বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমজান আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও দৌলতপুর বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রমজান আলী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান মন্টি সরকার।
উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, দৌলতপুর কৃষকদলের আহ্বায়ক প্রার্থী আরিফুল ইসলাম নান্নু মাস্টার,রিফাতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কবির রাসেল,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এসময় বক্তারা।
নেতাকর্মীরা দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত না হয় সেজন্য সতর্ক করেন।আগামী নির্বাচনে শহীদ জিয়ার আদর্শ নিয়ে ভালবাসা দিয়ে সর্বসাধারণের কাছে গিয়ে সর্বোচ্চ ভোট দলীয় মনোনীত প্রার্থীর পক্ষ নিতে হবে।
প্রিন্ট করুন
Discussion about this post