Print Date & Time : 14 September 2025 Sunday 2:02 am

দৌলতপুরে বিএনপি’র কর্মী সমাবেশ

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার খলিসাকুন্ডি হাইস্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব রেজা আহামেদ বাচ্চু মোল্লা।

খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মহসীন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসানুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন।
এসময় ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে দলের জন্য এক সঙ্গে কাজ করার আহবান জানান।