কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় আগামী ৮ ডিসেম্বর দৌলতপুর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্বিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সকলকে স্বাগত জানিয়ে শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ওবিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা শেষে দৌলতপুর মুক্ত দিবস,শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কার্যবিবরণী পেশ করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ওবায়দুল্লাহ।
সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মো. রাকিব হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো.খাদেমুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , সরকারি – বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভা শেষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ নভেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post