Print Date & Time : 12 September 2025 Friday 11:29 am

দৌলতপুরে বিজিবি’র অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার কোকেন উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি’র অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার কোকেন উদ্ধার। শনিবার দুপুরে উপজেলার মথুরাপুর বাস ষ্ট্যান্ড বাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এ মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, বাস যোগে মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ প্রাগপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল মথুরাপুর বাজারে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা প্রাগপুর গামী যাত্রীবাহী রোহান পরিবহনে তল্লাশী অভিযান চালায়।

এসময় মালিক বিহীন প্যাকেটজাত অবস্থায় ৯৮৫ গ্রাম কোকেন উদ্ধার করে যার মূল্য ৪৯ লক্ষ ২৫টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। উদ্ধার করা মাদক সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছে বিজিবি।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২১ জানুয়ারি ২০২৩