কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সানজিদা (২৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধু একই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী এবং পার্শ্ববতী শেহালা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় গৃহবধু সানজিদা নিজ বাড়িতে বৈদ্যুতিক আলো জ্বালানোর জন্য সুইচ অন করতে গিয়ে ছেড়া তারে হাতপড়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের প্রবাসী বাবাসহ পরিবারের লোকজন দাবী করেন তাদের মেয়ে সানজিদাকে হত্যা করে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বলে নাটক সাজিয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ গতকাল রবিবার সকালে নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এদিকে নিহত গৃহবধুর ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার বাদ আছর শেহালা-নাটনাপাড়া দখিল মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে জানাযা নামাজ আদায়কালে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুইগ্রামের মুসল্লিদের মধ্যে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে মাগরিবের পূর্বে নিহতের দাফন সম্পন্ন হয়।
গৃহবধু মৃত্যুর ঘটনায় দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, নাটনাপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে তার দাফনও সম্পন্ন হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩ সেপ্টেম্বর ২০২৩

Discussion about this post