Print Date & Time : 24 August 2025 Sunday 12:54 pm

দৌলতপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):
কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সুশীল সমাজ ও স্হানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কুষ্টিয়ায় জেলা প্রশাসক মো.তৌফিকুর রহমান।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল হাই সিদ্দিকী।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার(গোপনীয়) আদিত্য পাল,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন,ছাত্রপ্রতিনিধি,সাংবাদিক ও অন্যান্য সুধী সমাজের প্রতিনিধিগণ।সভায় দৌলতপুর উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করা হয়।