কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সহায়তায় আনসার ও ভিডিপি’র প্রশিক্ষকের অভিযানে মাদকসহ হিটু (৩৫) নামে চিহ্নিত এক মাদক সেবী আটক হয়েছে। পরে তাকে দৌলতপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার দুপুরে উপজেলার পার্শ্ববতী বাজুডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ২পিস টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের সরঞ্জামসহ তাকে আটক করা হয়। সে একই গ্রামের মুক্তার আলীর ছেলে।
দৌলতপুর আনসার ও ভিডিপি অফিস সূত্র জানায়, মাদক সেবনের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষক মো. হাসিবুল তারেক দৌলতপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলার পার্শ্ববতী বাজুডাঙ্গা গ্রামে অভিযান চালায়।
এসময় নিজ বাড়ি থেকে ২পিস টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সেবনের সরঞ্জামসহ মাদক সেবী হিটুকে আটক করে।
পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হলে গতকাল মঙ্গলবার মাদক সেবী হিটুকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০১,২০২৩//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post