দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলায় গতানুগতিক প্রথার বাইরে অনেকটা ভিন্ন আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গ্রামাঞ্চলে সাধারণত গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হলেও এখানে তার ব্যতিক্রম ঘটেছে। ঢুকে পড়েছে শহুরে খেলা ভারত্তোলন প্রতিযোগিতা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধর্মদহ সীমান্ত এলাকায় স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এই ভারত্তোলন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা যায়, দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামবাসীর উদ্যোগে ধর্মদহ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবান্ন উৎসব উপলক্ষে চিরাচরিত প্রথার বাইরে ব্যতিক্রম এই প্রতিযোগিতার আয়োজন কবা হয়। ভারত্তোলন খেলাকে গ্রামের মানুষের কাছে পরিচিত করার উদ্দেশে এটি আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ধর্মদহ ছাড়াও আশপাশের গ্রামের লোকজন খেলা দেখার জন্য ওই বিদ্যালয়ের মাঠে জড়ো হন। এই প্রথমবার ভারত্তোলন খেলা দেখে অন্যরকম আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। প্রতি বছর এই খেলা আয়োজনের দাবিও ওঠে তাদের পক্ষ থেকে।
গ্রামেগঞ্জে ভারত্তোলনকে জনপ্রিয় করার লক্ষে খেলোয়াড়রাও উৎসাহ নিয়ে এতে অংশগ্রহণ করেন। ভারত্তোলক প্রতিযোগী রাসেল আহমেদ বলেন, শুধু নবান্ন উৎসব বলেই নয়, গ্রামের তরুণদের এতে উৎসাহিত করতে যে কোনো সময়ই গ্রামে গ্রামে এই খেলার আয়োজন করা দরকার। এর মাধ্যমে তরুণ ও যুবসমাজকে মাদকের ছোঁবল থেকেও মুক্ত রাখা সম্ভব।
এই প্রতিযোগিতায় ১৫ জন ভারত্তোলক অংশ নেন।তাদেরকে পেছনে ফেলে মেহেরপুরের গাংনী উপজেলার ইমরান হোসেন ১২৫ কেজি ওজন উত্তোলন করে চ্যাম্পিয়ন হন। প্রত্যেক বছরই নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে নানা ধরনের খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। ভারত্তোলন প্রতিযোগিতার আহ্বায়ক, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকন বলেন, এই খেলটি গ্রামের মানুষ আগে কখনো দেখেনি। আমরা চেষ্টা করবো প্রতিবছর ভিন্ন ভিন্ন খেলার পাশাপাশি এই খেলাটিও আয়োজনে রাখার।

Discussion about this post