দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসন দিবসটি যথাযোগ্য মর্যদায় উদযাপনের আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৫০বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা হয়। এরপর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হবে। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শী এবং খেলা-ধুলা অনুষ্ঠিত। সকাল ১০বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সম্বর্ধনা অনুষ্ঠিত দেয়া হয়। অনুষ্ঠানে স্কুল কলেজের শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সংগীত ও রচনা প্রতিযোতিায় বিজয়ীদের হাতে পুরুস্কারতুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার ও প্রধান অতিথি দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মানুনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিকেল সাড়ে ৪টায় জাতীয় পতাকা হাতে প্রধান মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সকলে যোগ দেন সকলে।
সন্ধ্যায় দৌলতপুর শিল্পকলা একাডেমির আয়োজনে ও দেশ বরেণ্য শিল্পিদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।