দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য সমাজেসেবক ড. মো. মোফাজ্জেল হক। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার অরামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত এলাকায় সাধারণ মানুষের মাঝে ২০০০ পিস মাস্ক ও প্রায় ১০০টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল, ইউপি সদস্য শহিদুল ইসলাম, নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম ও জেলা বঙ্গবন্ধু শিক্ষা গবেষনা পরিষদের সম্পাদক চঞ্চলসহ স্থানীয় সুধীজন।
মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ বিতরণকালে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও সমাজেসেবক ড. মো. মোফাজ্জেল মহামারী করোনা থেকে নিজেকে মুক্ত রাখা এবং অপরকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেককে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
পরে ড. মো. মোফাজ্জেল হক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রামৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগেরর সাবেক সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন মাষ্টারকে দেখতে তাঁর বাসায় যান এবং সেখানে কিছু সময় অবস্থান করেন। এসময় তিনি প্রবীণ নেতা নাসির উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। দৌলতপুর আওয়ামী লীগের প্রবীণ নেতা নাসির উদ্দিন মাষ্টার বেশ কিছুদিন অসুস্থতায় ভুগছেন।

Discussion about this post