দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মাববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলার প্রাগপুর বাজারে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু আফফান ও বীর মুক্তিযোদ্ধা কাওছার আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ। গত ৭ ডিসেম্বর উপজেলার প্রাগপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা স্থানীয় দফাদার খুরশিদ আলম (৩৪) কে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যা করতে গেলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন তাদের বাঁধা দিয়ে খুরশিদ আলমকে উদ্ধার করে। এনিয়ে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীনসহ বীর মুক্তিযোদ্ধোদের নিয়ে কটুক্তি করে। এ ঘটনার প্রতিবাদে প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল মাষ্টার ও তার লোকজনদের বিরুদ্ধে সর্বস্তরের বীরমুক্তিযোদ্ধাগণ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

Print Date & Time : 3 August 2025 Sunday 3:40 am