Print Date & Time : 5 July 2025 Saturday 6:30 am

দৌলতপুরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির পরিচিতি সভা

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুস সোবাহান, বীর মুক্তিযোদ্ধা জান মহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির সভাপতি মহসিন আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক গোলাম বখতিয়ার খাঁন, সহ-সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার দৌলতপুরের নিজস্ব সংবাদদাতা সাইদুল ইসলাম, পারভেজ, রবিউল, উজ্জল হোসেন ও তরিকুল ইসলাম প্রমূখ। আলোচনা সভায় আগামীতে দৌলতপুরের ১৪ টি ইউনিয়নে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি গঠনসহ দৌলতপুরের মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দৌলতপুরের বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে মতবিনিময় সভা এবং তাদের পরামর্শ ও সঠিক দিক নির্দেশনা মোতাবেক দৌলতপুরের মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি পরিচালিত হবে বলে আলোচনায় উল্লেখ করা হয়।