দৌলতপুরে ‘মুক্তি’র উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময়
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের-এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন ‘মুক্তি’র নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার প্রতিষ্ঠা করা প্রকল্পের সমন্বয়কারী উম্মে সালমা। সভায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন আশারাফুল ইসলাম, সাইদুর রহমান, মানজারুল ইসলাম খোকন, সাইদুল ইসলাম, মাহফুজুল আলম ও শহিদুল ইসলাম সোহাগসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও দৌলতপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
আলোচনায় বক্তাগণ নারীর প্রতি সহিংসতা কমাতে এলাকার সমস্যা যেমন কিশোর কিশোরীরা যাতে বিপদগামী না হয় তার জন্য করনীয়, বাল্য বিয়ে, যৌতুক প্রথা, বে-আইনী তালাক, নির্যাতন কমাতে সকলে কার্যকর ভুমিকা রাখার কথা বলেন। নারী ও পুরুষের বৈষম্য কমাতে সচেতনতা বাড়াতে কাজ করবেন বলে সকলে মতামত ব্যক্ত করেন। এছাড়াও পরিবার থেকেই কন্যা ও পূত্র শিশুর প্রতি অসম আচরন কমাতে সচেতনতা বৃদ্ধি করার কথা উল্লেখ করেন। ‘মুক্তি’র সালিশ কাজ, আইন সহায়তা ও সেল্টার হোম সুবিধা এলাকার অসহায় দরিদ্র, নির্যাতিত নারী ও শিশুর ন্যায় অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত ফলপ্রসু বলে উল্লেখ করে আলোচকগণ। মুক্তির কাজ ভবিষ্যতে আরো বৃহত্তর এলাকা নিয়ে করা যায় কিনা তার জন্য সুপারিশ করা হয়। সভা স ালনা করেন ‘মুক্তি’র নারীর প্রতি সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার প্রতিষ্ঠা করা প্রকল্পের প্রকল্প অফিসার আঃ রাজ্জাক। মতবিনিময় সভা সার্বিক সহযোগতা করেন প্রকল্পের স্টাফ শবনম মোস্তারী ও রোজী আরেফিন। সভায় দৌলতপুরের প্রিন্ট ও ইকেল্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৪ মার্চ ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post