দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর কলেজ শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও দৌলতপুর বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৌলতপুর কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও সমাজসেবক মো. আলাউদ্দিন বাদল, দাতা সদস্য ও দরিপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম নান্নু, দৌলতপুর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মরহুম রবিউল ইসলাম সরকারের বড় ছেলে আবিদ হাসান মন্টি সরকার।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুস সালাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ও সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল আলম, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান মিথুন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক স. ম. সরওয়ার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুরুল ইসলাম, অফিস সহকারী মনিরুল ইসলাম ও অফিস সহায়ক মকলেছুর রহমান মুকুল এবং ছাত্রদল নেতা আল আমিন। সভায় কলেজের বিভিন্ন সমস্যা, অনিয়ম, দুর্নীতিসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সভার সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেনসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ কলেজের বিভিন্ন সমস্যা দূরকরা সহ অনিয়ম, দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এর আগে সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়। মতবিনিময় সভায় কলেজের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post