Print Date & Time : 22 August 2025 Friday 11:23 am

দৌলতপুরে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন 

দৌলতপুর প্রতিনিধ :”শিক্ষকের কন্ঠস্বর:শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার “এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৫ অক্টোবর)সকালে দৌলতপুর উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয় উপজেলার চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে।পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.ওবায়দুল্লাহ।এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ অন্যান্য শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি নামে চরম বৈষম্য রাখা হয়েছে।বৈষম্যহীন একটা নতুন বাংলাদেশ গড়াসহ বিভিন্ন দাবি ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।

হা/05/10/24 dtbangla