দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রæপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় দৌলতপুর প্রেসক্লাবে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দৌলতপুর মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা এম মামুন রেজা, মোশারফ হোসেন খান, সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহফুজুল আলম, দপ্তর সম্পাদক ও জনকণ্ঠ পত্রিকা নিজস্ব প্রতিনিধি সাইদুল আনাম, আল্লার দর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য, সাইদুর রহমান, যুগান্তরের দৌলতপুর প্রতিনিধি মানজারুল ইসলাম খোকন, প্রতিদিনের সংবাদের দৌলতপুর প্রতিনিধি শহিদুল ইসলাম সোহাগ, সদস্য জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, রনি আহমেদ প্রমুখ।
উল্লেক্ষ্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ১৯৭৪ সালে যমুনা গ্রæপ প্রতিষ্ঠা করেন। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একে একে শিল্প এবং সেবা খাতে গড়ে তোলেন ৪১টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে লক্ষাধিক মানুষের। তার প্রতিষ্ঠা করা দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশন আজ দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম, যা ব্যাপক পাঠক ও দর্শকপ্রিয়তা পেয়েছে। সত্য ও ন্যায়ের পথে থেকে সারাটি জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন শিল্প খাতের এই সফল ‘আইকন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ জুলাই ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post