Print Date & Time : 11 September 2025 Thursday 2:12 am

দৌলতপুরে যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ আটক ১

হেলাল উদ্দিন,দৌলতপুর: কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় পিস্তলসহ আনিসুর রহমান (৪১) নামের একজনকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেখপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার দীঘলকান্দি পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) নাজিবুর রহমান বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আমাদের পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ওয়ান শুটারগান উদ্ধারসহ আনিসুরকে আটক করা হয়।