দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে রফাজা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার( ১৮ডিসেম্বর)সকাল ১১টায় উপজেলার খলিসাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ২০২০ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী ১৭জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮৫ হাজার টাকা শিক্ষাবৃত্তি সম্মাননা স্মারক ও প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে রফাজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ আমানউল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মর্ডান স্টাকর্চারস লিমিটেড চেয়ারম্যান ও স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচার অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক রাশেদ খান,বীর মুক্তিযোদ্ধা মোরর্শেদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ছাবের আলী সালাম,খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. জুলমত হোসেন,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মোফাজ্জেল হক, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাপ্পারাজ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাহমুদ সহ অত্র বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন-রুবেল জোয়ার্দার।

Discussion about this post