Print Date & Time : 2 August 2025 Saturday 10:19 pm

দৌলতপুরে লকডাউনে প্রশাসন তৎপর

দৌলতপুর প্রতিনিধি : দেশব্যাপী লকডাউনের তৃতীয় দিন গতকাল শনিবার কুষ্টিয়ার দৌলতপুরেও প্রশাসন ছিল তৎপর। বিভিন্ন জনবহুল সড়কে জনসাধারণের চলাচল ছিলনা বললেই চলে। বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান ও বাজার ঘাট। হাট-বাজরে লোক সমাগম ছিল কম। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে সেনা বাহিনীর টহল টিম দৌলতপুরে সর্বত্র টহল পরিচালনা করেছে। এছাড়াও সীমান্ত এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা সীমান্ত সংলগ্ন প্রতিটি বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চলামান রেখেছে।