দৌলতপর প্রতিনিধি : হৃদরোগে আক্রান্ত হয়ে আকষ্মিকভাবে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রঞ্জনা ফকিরানী ওরফে সকলের প্রিয় বুড়ি মা (৪৩)। লালন অনুসারী বুড়ি মা’র অকাল মৃত্যুতে তাঁর ভক্ত ও অনুসারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পাককোলা গ্রামে তাঁর নিজ হাতে গড়া ‘আনন্দধামে’ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি দেহত্যাগ করেন। বুড়ি মা’র মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তাঁর ভক্ত ও অনুসারীরা ছুটে যান আনন্দধামে। বুড়ি মা’র নিথর দেহকে ঘিরে সাধু-গুরু, লালন ভক্ত ও অনুসারীদের পদভারে পরিপূর্ণ হয়ে উঠে আনন্দধান। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। বিকেল সাড়ে ৫টায় আনন্দধাম আঙিনার পাশে বুড়ি মা’র প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা পূর্ব উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও সাধু-গুরুদের উদ্দেশ্যে বুড়ি মা’র জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করে বক্তব্য রাখেন, বুড়ি মা’র পিতা প্রবীণ সাধু বীর মুক্তিযোদ্ধা দরবেশ নহির ফকির ও তার জীবন সঙ্গী দরবেশ শামসুল ফকির। এরপর রাত ৯টার পরে আনন্দধাম আঙিনায় বুড়ি মাকে সমাহিত করা হয়।

Print Date & Time : 4 July 2025 Friday 9:14 pm