দৌলতপুর প্রতিনিধ : কুষ্টিয়ার দৌলতপুরে কাজী আরেফ আহমেদ ও শহীদ ইয়াকুব আলীসহ পাঁচ জাসদ নেতা হত্যার ২৬তম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার পিএম কলেজ চত্বরে শহীদ ইয়াকুব আলীর কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহ্ফিল ও স্মরণ সভার আয়োজন করা হয়।
পিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউর রহমান মাসুমের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুর রহমান, মো. সিরাজুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা মো. হেলাল উদ্দিন ও শহীদ ইয়াকুব আলীর বড় ছেলে ইউসুফ আলী রুশো।
স্মরণ সভা পরিচালনা করেন পিএম কলেজের সহকারী অধ্যাপক মো. সফিউল ইসলাম হানিফ। এরআগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী এক জনসভায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভপাতি কাজী আরেফ আহমেদ, জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক এ্যাড. ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও সমসের মন্ডল সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। হত্যাকান্ডের ঘটনায় সেসময় দেশজুড়ে ব্যাপক তোলপাড় ও আলোড়ন সৃষ্টি হয়। হত্যার ঘটনায় আদালত ১০ আসামীর ফাঁসি ও ১২ আসামির যাবজ্জীবন কারাদন্ড দেন। এরমধ্যে ৩ আসামির মৃত্যুদন্ড কার্যকর হয়েছে।

Discussion about this post