দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বেসরকারী সংস্থা সুশীলনের শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, সুশীলনের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর সমাজসেবা কর্মকর্তা মো. আতাউর রহমান, দৌলতপুর জনস্বাস্থ্য প্রকৌশলী মা. খাদেমুল ইসলাম ও আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী।
কর্মশালার প্রতিপাদ্য নিয়ে উপস্থাপন করেন সুশীলনের দৌলতপুর কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম।
কর্মশালায় নিরাপদ পানি সরবরাহ ও আমাদের করনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় বিভিন্ন এলাকার উপকারভোগী জনপ্রতিনিধিগণ অংশ নেয়।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post