Print Date & Time : 11 May 2025 Sunday 7:35 am

দৌলতপুরে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ, যানচলাচল স্বাভাবিক

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে পেঁয়াজ উৎপাদনে লোকসানের মুখে পড়ায় ন্যায্যমূল্যের দাবিতে দ্বিতীয় দিনের মত খলিশাকুন্ডি বাজারে মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চাষিরা।

পরে দুপুর আড়াই টার দিকে সেনাবাহিনীর উপস্থিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মানববন্ধন শেষে চাষিরা কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে রাখেন পরে স্থানীয় পুলিশ ও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেলে দুপুর আড়াই টার দিকে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ চাষিরা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের রোপণ করা মুড়িকাটা পেঁয়াজ নষ্ট হয়েছে।
ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে পেঁয়াজের বীজ কিনে দ্বিগুণেরও বেশি খরচ করে তাদের চাষ করতে হয়েছে।কিন্তু উত্তোলন মৌসুমে বিভিন্ন দেশ থেকে ব্যাপক পরিমাণে পেঁয়াজ আমদানি করায় বড় দরপতন ঘটেছে পেঁয়াজের বাজারে। এক সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় পাইকারি মুড়িকাটা পেঁয়াজের দাম মণপ্রতি এক থেকে দেড় হাজার টাকা কমে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচও উঠছে না। পাশাপাশি বিরূপ আবহাওয়ায় ফলন কম হওয়ায় লোকসানে পড়েছেন তারা। তাই আমদানি বন্ধ করে পেঁয়াজের মূল্য বৃদ্ধির দাবি করেন তারা।
এবিষয়ে খলিশাকুন্ডি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন বলেন, চাষিদের একটি সারক লিপি দিতে বলা হয়েছে ইউএনও স্যারের মাধ্যমে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এবিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, এটি একটি জাতীয় বিষয়।আমরা চাষিদের সাথে কথা বলছি তাদের বুঝাতে চেষ্টা করছি৷এখন পরিস্থিতি সাভাবিক রয়েছে। চাষিরা তাদের অবরোধ থেকে সরে দাড়িয়েছে।