কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক শহীদুল ইসলাম সোহাগ গুরুতর আহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। আহত সাংবাদিক সোহাগ বাদী হয়ে ৮-৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে রবিবার রাতে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন যার নং-১১।
সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক সোহাগ জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি ও দৌলতপুরের প্রাচীন গণমাধ্যম সংগঠন দৌলতপুর প্রেসক্লাবের সদস্য।
এদিকে ঘটনার ৩দিন অতিবাহিত হলেও ঘটনার সাথে জড়িত কোন আসামি গ্রেফতার না হওয়ায় দৌলতপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ উৎকন্ঠা বিরাজ করছে। একইসাথে তারা সাংবাদিকের উপর নির্মম ও নৃশংস হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সাংবাদিক শহীদুল ইসলাম সোহাগ দৌলতপুর উপজেলা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে গ্রীলের তালা খোলার সময় ৩টি মোটরসাইকেল যোগে আসা হেলমেট পরা ৮-৯ জন সশস্ত্র সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা লোহার রড ও ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। মাটিতে লুটিয়ে পড়া আহত সাংবাদিক সোহাগের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা দ্রæত মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান জানান, তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে দ্রæত আইনের আওতায় আনা হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৭ নভেম্বর ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post