হেলাল উদ্দিন দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহসানুল হক মোল্লা’র নামে খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের একটি ভবনের নাম ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর পূনঃস্হাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে খলিসাকুন্ডি ডিগ্রী কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাম ফলকের উন্মোচন করেন দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
খলিসাকুন্ডি ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজমুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজটির সাবেক অধ্যক্ষ ও সভাপতি এমদাদুল রহমান,খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মহসিন আলী।
এছাড়াও উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post