দৌলতপুর প্রতিনিধি : সারাদেশ ব্যাপী উগ্র সাম্প্রদায়িক অপশক্তির নাশকতা ঘরবাড়ি ভাঙচুর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শাহজালালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজম বিকোর পরিচালনায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ধর্মান্ধ মৌলবাদীদের অপতৎপরতা বন্ধের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডঃ মোফাজ্জেল হক, জাসদ কেন্দ্রীয় কমিটির জনসংযোগ বিষয়ক সম্পাদক শরিফুল কবির স্বপন, কুষ্টিয়া জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. জয়দেব বিশ্বাস, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী, কুষ্টিয়া জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতির বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্রনাথ সেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রেজাউল হক, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মজিবর রহমান, ওয়াকার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ফজলুল হক বুলবুল, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাস্টার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মারুফা ইয়াসমিন সুরভী, পূজা উদযাপন কমিটি কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অসিত সিংহ রায়, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান তন্ময় হক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুমারখালী শাখার সভাপতি সুধাংশু ঘোষ ও দৌলতপুর জাসদ সভাপতি ছহির উদ্দিন প্রমুখ।

Discussion about this post