দৌলতপুর প্রতিনিধি : তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি ও স্বস্থি পেতে বৃষ্টির জন্য কুষ্টিয়ার দৌলতপুরে সালাতুল ইস্তিসকার বা ইস্তিসকারে নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ ও খুৎবা শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে দু’হাত তুলে দোয়া ও প্রাথর্না করেন ধর্মপ্রাণ মুসল্লিগণ। নামাজে অংশ নেন এলাকার মুসল্লিগণ।
ইস্তিসকার নামাজ পড়ান দৌলতপুর উপজেলা মজেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ঈমাম হাফেজ মাওলনা মো. সাইফুল ইসলাম। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, চলমান প্রচন্ড তাপদাহে জনজীবন অতিষ্ঠ ও দূর্বিসহ হয়ে পড়েছে। প্রখর রোদের কারনে জীবিকা নির্বাহের তাগিদে ঘর থেকে বাইরে বের হতে পারছেন না শ্রমজীবী সাধারণ মানুষ। তাই আল্লাহ্র দরবারে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হয়।
এদিকে গতকাল রবিবারও কুষ্টিয়ায় ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশী তাপমাত্রা বিরাজ করছে বলে কুষ্টিয়া আবহাওয়া অফিসের ইনচার্জ মামুন অর রশিদ জানিয়েছেন।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৮ এপ্রিল ২০২৪

Discussion about this post