হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা সেচ্ছাসেবক দলের ব্যানারে একটি বর্নাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি দৌলতপুর উপজলা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানার সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাশেদুল হক শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন উপজলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকবর আলী,দপ্তর সম্পাদক মো.শের আলী,এমপি পুত্র তরুণ নেতা শিশির মোল্লা,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আছাদ,যুগ্ম আহ্বায়ক পাতা,তরিকুজ্জামান খান উজ্জ্বল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাসুদুজ্জামান রুবেল, রামকৃষ্ণপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২১ আগষ্ট ২০২৪