মোঃ মহির উদ্দীন, স্টাফ রিপোর্টারঃ কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ স্কাউটস দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৮এপ্রিল) সকালে বাংলাদেশ স্কাউটস দৌলতপুর এর আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
পরে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা স্কাউট সম্পাদক দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কাউট ইউনিট লিডার মাহাফুজুল আলম কালাত, সুরুজ বাঙ্গালী, শাহরিয়ার জাহান, মাসুদুর রহমান, মিজানুর রহমান, হাসানুজ্জামান ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে জন্মলগ্নের এত বছর পরে আনুষ্ঠানিক ভাবে প্রথম বারের মতো সারা দেশব্যাপী একযোগে পালিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস। তাই সকল স্কাউট ও স্কাউটারদের বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এভাবেই সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ স্কাউটস এগিয়ে যাবে বহুদূর সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
এবি//দৈনিক দেশতথ্য//০৮ এপ্রিল,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post