Print Date & Time : 24 August 2025 Sunday 5:50 am

দৌলতপুরে স্যাক্রেড হার্ট ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া):কুষ্টিয়ার দৌলতপুরের স্যাক্রেড হার্ট ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে মনোরম পরিবেশে শ্যামপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত স্যাক্রেড হার্ট ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পিঠা উৎসবের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ।

এই উৎসবে নানান রকমের পিঠা পুলি দিয়ে স্টল সাজানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টল পরিদর্শন করেন দৌলতপুর কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান বাবুল মোল্লা,প্রধান শিক্ষক রাইসুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.গোলাম মোস্তফা,কন্ট্রোলার মো.শহিদ উল্লা,অত্র স্কুলের সভাপতি আবু আফফান,খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ডা.খলিলুর রহমান,বিএনপি নেতা হামিদুল ইসলাম সাপু, খলিশাকুন্ডি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খালিদ হাসান রবিন,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহীন আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।