দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাক চাপায় অজ্ঞাত (৫৫) এক বুদ্ধ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ২.৩০টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের আল্লারদর্গা নাসির টোব্যাকোর সামনে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত প্রতিবন্ধী ব্যক্তির মরদেহ উদ্ধার করে গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এস আই অরুন কুমার জানান, আল্লারদর্গা নাসির টোব্যাকোর সামনে বুদ্ধি প্রতিবন্ধী সড়কের ওপর ঘোরাফেরা করার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক দেশতথ্য//এল//