কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় তারাগুনিয়া গঙ্গারামপুর গ্রামের ট্রাক চালক ওহিদুল বিশ্বাস সহ ৩জন আহত হয়েছেন। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে। হামলায় ট্রাক চালক ওহিদুল বিশ্বাস (৫০), ভাই হামিদুল বিশ্বাস (৪৮) এবং ভাগ্নে তৌফিক (২৭) আহত হলে তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ওহিদুল বিশ্বাস বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, ট্রাক চালক ওহিদুল বিশ্বাস ও তার ভাই হামিদুল বিশ্বাস এবং তাদের ভাগ্নে তৌফিক ট্রাক নিয়ে ভেড়ামারা থেকে দৌলতপুর যাওয়ার পথে জয়রামপুর গ্রামে সৈকত হোসেনের বাড়ির সামনে পোঁছালে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের সৈকত হোসেন, মনু মোল্লা, নিপুন মোল্লা, হাসান মোল্লা সহ ৭-৮জন ট্রাকের গতিরোধ করে। এসময় তাদের ট্রাক থেকে নামিয়ে বেধড়ক মারপিট করে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২৫,২০২২//

Discussion about this post