কুষ্টিয়ার দৌলতপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী আশরাফুল কে আটক করেছে থানা পুলিশ। আশরাফুল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মথুরাপুর ইউনিয়নের মহাদেব পুর গ্রামের নিজাম উদ্দিন এর ছেলে।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে দৌলতপুর থানা পুলিশ একটি অভিযানিক দল, এস আই সেলিম রেজা, এস আই মিরাজ, এস আই সাব্বির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তিনজন ব্যক্তি যোগসাজশে একটি স্কুল ব্যাগে করে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানিক দল তারাগুনিয়া বাজার এলাকা পৌছালে ২ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে একটি স্কুল ব্যাগ সহ একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এবং তারাগুনিয়া বাজারে উপস্থিত এলাকাবাসীর উপস্থিতিতে তার কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করিলে ব্যাগে থাকা চার পোটলা গাঁজা উদ্ধার হয় । এবং এলাবাসীর উপস্থিতিতে পরিমাপ করে চার পোটলা তে চার কেজি গাঁজা আছে নিশ্চিত হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ জুন ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post