কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার সকালে দৌলতপুর কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোরশেদ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, দপ্তর সম্পাদক রেজাউল করিম বিএসসি, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্যরা বলেন,৫২ বছর আগে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশর অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা।আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্নরণ করে দেশের বীর সন্তানদের।
এসময় বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্কে পুনরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৮ ডিসেম্বর ২০২৩
প্রিন্ট করুন
Discussion about this post