এ্যাড. এজাজ আহমেদ মামুন পেশায় আইনজীবী হলেও রাজনীতিই তাঁর মূল পেশা এবং নেশা। তিনি দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি মহুরম আফাজ উদ্দিন আহমেদের আলোকিত সন্তান।
তিনি ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। আজ ছিল চেয়ারম্যান হিসেবে তার চার বছর পার করার দিন।
উপজেলা চেয়ারম্যান মামুন রাজনৈতিক সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে অনন্য। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আওয়ামী লীগ করে আসছেন। তিনি দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে চলেছেন।
তার প্রচেষ্ঠায় উপজেলার বিভিন্ন রাস্তা ঘাট ও প্রাথমিক শিক্ষার ব্যাপক মানোন্নয়ন হয়েছে। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ ও জাতীয় পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেছেন।
এ্যাড. এজাজ আহমেদ মামুন দৈনিক দেশতথ্য বাংলাকে বলেন, বাবার আদর্শ বুকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাষ্ট্রের দেওয়া উন্নয়ন বরাদ্দের শতভাগ কাজ করেছি।
আমি উপজেলার যোগাযোগ, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, ক্রীড়া ও সংস্কৃতি খাতকে আরও সমৃদ্ধ করতে চায়। চার বছরে যা অর্জন করেছি তার সবই এই উপজেলার জনগণের জন্য সম্ভব হয়েছে। তারা আমাকে মনেপ্রাণে সহযোগিতা করেছেন বলেই আমার এই অর্জণ সম্ভব হয়েছে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৫ মে ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post