দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মাস্ক বিতরণ করেছেন।গতকাল রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার তারাগুনিয়া বাজারে পথচারী ও সাধারন মানুষের মাঝে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি সাধারন মানুষকের করোনা সম্পর্কে সচেতন করাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।
এর আগে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের তারাগুনিয়া বাজার দিয়ে চলাচলকারী যানবাহনের উপর ভ্রাম্যমান আদালতের অভিযান চালান। চালকের লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৩টি ড্রাম ট্রাকের চালককে এক হাজার করে তিন হাজার ও বাজারের একটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫শ টাকা অর্থদন্ড বা জরিমানা করেন। পরবর্তীতে এ ধরণের অভিযান চলামান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post