দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের পিতা বীর মুক্তিযোদ্ধা মো. মাফিকুজ্জামান খান (৭৫) গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দৌলতপুর কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মো. মাফিকুজ্জামান খান’র দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দৌলতপুরসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মো. মাফিকুজ্জামান খান-্এর জ্যেষ্ঠ পুত্র ও দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন তার অসুস্থ পিতার জন্য দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বীর মুক্তিযোদ্ধা মো. মাফিকুজ্জামান খান দৌলতপুর মাষ্টারপাড়ার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকায় নেওয়া হয়।

Discussion about this post