দৌলতপুর প্রতিনিধি : ভারতের আগরতলায় বাংলাদেশের উপ-হাইকমিশনারের কার্যালয়ে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুর সীমান্তে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দৌলতপুর উপজেলার প্রাগপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাগপুর সীমান্তের মাথাভাঙ্গা নদীর পাড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে তা শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দৌলতপুরের সমন্বয়ক সেলিম বাশার সবুজ, কুষ্টিয়া জেলা সমন্বয়ক পিয়াস ইবনে সানা, ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি তুষার ইমরান, কুষ্টিয়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক রেজাউর রহমান রিন্টু, জেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার উজ্জ্বল হোসেন, দৌলতপুর নাগরিক কমিটির সদস্য অলি হাসান ও দৌলতপুর ওলামা পরিষদের সভাপতি আমিনুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এ কর্মসূচীর আয়োজন করে।

Discussion about this post