Print Date & Time : 24 August 2025 Sunday 12:22 am

দৌলতপুর সোসাইটির মিলন মেলা ও বনভোজন

বিশেষ প্রতিনিধি :ঢাকাতে আঞ্চলিক সংগঠনের অন্যতম দৌলতপুর উপজেলা সোসাইটির মিলন মেলা ও বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৪ ফেব্রুয়ারি দিনব্যাপী বৃহত্তর কুষ্টিয়া অফিসাস কল্যাণ সমিতি হাউজিং প্রকল্প ঘাটারচর কেরানীগঞ্জের গ্রামীণ সিটিতে আনন্দঘন,উৎসবমুখর পরিবেশে এই মিলন মেলা অনুষ্ঠিত।

এদিন দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়।
গান পরিবেশনা করেন বাউল শিল্প দৌলতপুরের কৃতি সন্তান শফি মন্ডল।
অনুষ্ঠানে আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল,দৌলতপুরের কৃতি সন্তান দেশ বরেণ্য শিল্পপতি মো.তারেক আল মামুন,দৌলতপুর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব,সাবেক সচিব আনসার আলী খানসহ দৌলতপুর উপজেলা সোসাইটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।