কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে দ্বিতীয় বিয়ের ২ মাসের মাথায় প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
রোববার রাতে সদকী ইউনিয়নের হুদা করাতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হয়েছেন, সদকী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মনছুর শেখের মেয়ে সাথী খাতুন (২২)।
নিহতের বাবা জানান, সাত বছর আগে হুদা করাতকান্দি গ্রামের মতিয়ার শেখের ছেলে সীমান্ত শেখের সাথে তার মেয়ে সাথীর পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। দুই মাস আগে জানতে পারেন সীমান্ত তার এক নিকট আত্মীয়র মেয়েকে গোপনে বিয়ে করেছে। বিয়ের বিষয়টি জানাজানি হবার পর থেকে মেয়ে ও জামাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলতে থাকে। এমতবস্থায় মেয়েকে তিনি বাড়িতে নিয়ে আসতে চাইলে সীমান্ত বাধা দেয় এবং মোবাইল ফোনে হুমকি দেয়। বিষয়টি নিয়ে সীমান্তের পরিবারের সাথে কথা বললে তারা সমাধানের আশ্বাস দেন এবং মেয়েকে নিয়ে যেতে নিষেধ করেন। এরপর রোববার রাতে সীমান্তের চাচা ফোনে জানান তার মেয়ে মারা গেছে।
সীমানের বড় ভাইয়ের স্ত্রী জানান, রোববার সকালে সাথী সীমান্তের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যায়। সেখান থেকে দুপুর ১ টার সময় বাড়ি ফিরে আসে এবং কান্নাকাটি করতে থাকে। তিনি ও তার শাশুড়ি তাকে বুঝিয়ে শান্ত করেন। রাতে খাবারের পর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পরেন। এবং রাত আনুমানিক ১ টার দিকে সীমান্তের চিৎকারে তার ঘুম ভেঙে যায়। এসময় তিনি ও তার স্বামী সীমান্তরর ঘরের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে ডাকাডাকির এক পর্যায়ে লাথি দিয়ে দরজা খুলে ঘরের মেঝেতে সাথীর মরদেহ দেহ দেখতে পান। রাতেই সীমান্ত মটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়ে আর ফিরে আসেনি বলে জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান শেখ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রিন্ট করুন
Discussion about this post