শহিদুল ইসলাম, ধনবাড়ী প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে টাংগাইলের ধনবাড়ী উপজেলাতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব।
শনিবার (১৮ জানুয়ারী) সকাল ১০ টা ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশন, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল ও আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর যৌথ আয়োজনে তারুণ্যর উৎসব ২০২৫ ও মেলা সারাদিন ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজন করেন কর্তৃপক্ষ।
মোঃ আব্দুল বারী ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ এম আজিজুর রহমান, সভাপতি (এড হক কমিটি) আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ স্মৃতিচারণায়, সাইদুল ইসলাম আপন, (শহীদ সাজিদ) এর ভাই সহকারী শিক্ষক, ধনবাড়ী সরকারি নওয়াব
ইনস্টিটিউশন স্কুল।
প্রধান অতিথি ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন, তারুণ্যের এই উৎসবকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান এবং বীর শহীদদের আত্মত্যাগের চেতনা দৃঢ়ভাবে প্রস্ফুটিত করতে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে এই আয়োজনের মূল লক্ষ্য।
মেলাতে সকাল থেকে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। হাসিখুশী ভাবে দিনটিকে আনন্দের মাধ্যমে কাটাতে এলাকার ছোট ছোট কোমলমতি শিশুদের রয়েছে উপস্থিতি।
আয়োজক বৃন্দরা বলেন, আমরা তারুণ্যের জয়গান গাইতেই এই অনুষ্ঠানের আয়োজন করেছি।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post