শহিদুল ইসলাম ,ধনবাড়ী প্রতিনিধি :টাঙ্গাইলের ধনবাড়ীতে দুর্বৃত্তের আগুনে গোয়াল ঘরে থাকা ০৬টি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়াসহ গোয়াল ঘর পুড়ে ছাই ।
বৃহস্পতিবার (০৪ জুলাই) রাত অনুমান ১২:৫০ ঘটিকায় উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মোঃ সেলিম আলদীন এর গোয়াল ঘরে আগুন লেগে এ ঘটনা ঘটে।
গরুর মালিক মোঃ সেলিম আলদীন বলেন, গতকাল (বৃহস্পতিবার) রাতে কে বা কারা আমার গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ০৬টি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়াসহ গোয়াল ঘর পুড়ে প্রায় আনুমানিক ২,৫০,০০০/- টাকার ক্ষতি হয় আমার।
তিনি আরও বলেন, গোয়াল ঘরের আশেপাশে আগুন লাগার মতো কিছুই ছিলো না। কিন্তু আমরা আগুন নেভানোর পরে যে সমস্ত জিনিস পুড়ে গেছে সেগুলো নাড়াচাড়া করার পর দেখলাম যে ওখানে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের বাড়িতে কেউ ব্যবহার করে না। যেমন বাসের বেত ও রাবার এর কষের দলা । আমাদের বাড়ির কেউ রাবারের বাগানে কাজ করে না ।
কিন্তু আমাদের আশে পাশে অনেকেই আছে যারা রাবার বাগানে কাজ করে । আমরা রাবার ও বেদ দেখে ধারনা করছি এটা কেউ ইচ্ছাকৃতভাবে শত্রুতাবশত আগুন ধরিয়ে দিয়েছে আমার ক্ষতি করার জন্য , যদিও আমার সাথে কারও সাথে কোনো শত্রুতা নাই । আমি একজন ডাক্তার হিসেবে গ্রামের মানুষের উপকার করার চেষ্টা করি। কিছু কিছু সামাজিক কাজকর্ম করে থাকি । যেগুলোর কারণে হয়ত বা হতে পারে। বিশেষ করে আমি যুবকদের নিয়ে মাদকবিরোধী কাজের সাথে জড়িত। এটা ছাড়া আমি আর কোনও শত্রুতার কোনও কিছু খুঁজে পাচ্ছি না। থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে । সুষ্ঠ তদন্ত এর মাধ্যমে দোষিদের আইনের আয়তায় এনে কঠিন শাস্তির দাবি জানাই।
মোঃ সোরহাব আলী বলেন, ডাঃ মোঃ সেলিম আলদ্বীন ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার। তিনি এই পেশার শুরু থেকেই মানবিক ডাক্তার হিসেবে সুপরিচিতি অর্জন করেছেন আমাদের এলাকায় । এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক কাজ যেমন মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠের উন্নয়ন, এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতাসহ বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত। রোগীর নিকট থেকে কোনো ফি নেন না। অথচ রাতের আধারে হিংসা ও শত্রুতার জেরে গোয়ালঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনার অপরাধীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দাবী জানাচ্ছি।
স্থানীয় রেজাউল করিম চানু বলেন, ডাক্তার সেলিমের বাড়িতে হঠাৎ আগুন দেখতে পেয়ে আমরা ছুটে আসি। ঘটনাস্থলে এসে আমরা আগুন নিভাই। ৬টি গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে । তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। মোঃ সেলিম আলদীন সে একজন মানবিক ডাক্তার তার কাছে আমরা গ্রামবাসী অনেক সেবা পাই , তার এমন ক্ষতি কে করলো , যেই করে থাকুক আমরা এর সুষ্ঠ বিচার চাই ।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোয়াল ঘরে আগুন লেগেছে খবর পেয়েছি এবং এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post