Print Date & Time : 21 July 2025 Monday 8:10 pm

ধনবাড়ী‌তে মিথ্যা সংবাদ প্রচা‌রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

(ধনবাড়ী) প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপ‌জেলার মুশু‌দ্দি ইউনিয়‌ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবু কায়সা‌রের নামে মিথ্যা ও মনগড়া ভুল প্রতিবেদন প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চেয়ারম্যান ।শ‌নিবার (১৭ ফেব্রুয়া‌রি ) সকা‌ল ১১ ঘ‌টিকায় ভুক্তভোগী আবু কায়সা‌রের আয়োজনে গ্রামবা‌সি‌দের সা‌থে নি‌য়ে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মি‌ছিল করা হয়।

ভুক্তভোগী চেয়ারম্যান আবু কায়সা‌র জানান, এখানে আমার ১২‌বিঘা জ‌মি ,আমার কওলাকৃত , আমার হাতে দলিল আছে , আর ৮‌বিঘা জমি আমার পৈত্রিক সম্পত্তি। কিছু কিছু কুচ‌ক্রি মহল স্বার্থনেষি চক্রান্তকারী এবং রাজনৈতিক বিরোধিতার কারণে আমার ও আমার ভাই বাংলাদেশ সরকারের সাবেক সফল কৃষি মন্ত্রী ড. মোঃ আঃ রাজ্জাক এমপির বিরুদ্ধে বদনাম সৃষ্টি করার জন্য উঠে প‌ড়ে লে‌গে‌ছে।
আপনারা জানেন আমরা রাজনীতির ফ্যামিলি আমার পিতা মরহুম ক‌ছিম‌দ্দিন আহ‌মেদ উনিও এক সময় চেয়ারম্যান ছিলেন। আমার বোন এম‌পি হ‌য়ে‌ছে । আমা‌দের না‌মে যে অপপ্রচার গু‌লো হ‌চ্ছে তা রাজনৈতিক চক্রান্ত । বাস্তবে এখানে এধর‌নের কোন ঘটনাই ঘ‌টে‌নি । যারা ২০০ বিঘা জ‌মির কথা ব‌লে‌ছে ,আপনারা এসে‌ছেন আপনারাই দে‌খে ব‌লেন এখা‌নে কোথায় ২০০ বিঘা জ‌মি , জ‌মি কি লুকানো জিনিস? তারা মূলত মিথ্যা তথ্য প্রচার ক‌রে আমাদের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে। এই বিষয়টিকে ঘিরে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে বিভিন্ন অপবাদ, অপপ্রচার, মিথ্যাচার ছড়িয়ে ব্যাক্তিস্বার্থকেন্দ্রিক মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে। আমি এর স‌ঠিক তদ‌ন্তের মাধ্যমে অপপ্রচারকারী‌দের দৃষ্টান্তমূলক শা‌স্তির দা‌বি কর‌ছি ।

ধনবাড়ী আওয়ামী যুবলী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি খন্দকার রিপন ব‌লেন, আপনারা সবাই জানেন ড. মোঃ আঃ রাজ্জাক এমপি একজন আদর্শবান ও ভালো মানুষ। আমরা তার আদ‌র্শে চলার চেষ্টা করি। আমার ফুফা‌তো ভাই আবু কায়সার সে এখা‌নে জ‌মি কি‌নে‌ছে ও এখানে তার কিছু পৈ‌ক্তিক জ‌মি ছিল।
আর যে বা যারা এখানে জ‌মির দা‌বি নি‌য়ে আসছে তা‌দের এখা‌নে এক শতাংশ জমিও নেই , আমি নাম বলতে চাই না কারা এই সব করা‌চ্ছে । আমাদের রুচিতে বাধে তাদের নাম বলতে। আপনারা দেখেন আজকে হাজার হাজার মানু‌ষের সমাগম । আজ‌কের এই মানু‌ষের ঢলই ব‌লে দি‌চ্ছে আমা‌দের কিছু বল‌তে হ‌বে না ।

এলাকাবাশী জানান, আমরা যারা জ‌মি বি‌ক্রি করে‌ছি আমরা আম‌দের ন্যায্য দাম পে‌য়ে‌ছি ,আমা‌দের কোন টাকা বা‌কি নাই ,আমা‌দের চেয়ারম্যান আমা‌দের‌ বেকারদের কর্ম সংস্থা‌নের ব্যবস্থা করার জন্য এখা‌নে মিল ফ্যাক্ট‌রি কর‌বে । এতে আমরা কাজ কর‌তে পার‌বো আমা‌দের সংসার ভাল চল‌বে ,আমা‌দের চেয়ারম্যান একজন ভাল মানুষ , সে গ‌রিব মানু‌ষের পা‌শে থা‌কে ।

সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মি‌ছি‌লে উপস্থিত ছিলেন , ধনবাড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন , যুবলীগ নেতা ম‌শিউর রহমান মিন্টু, যুবলীগ নেতা হারুন তালুকদার , রা‌সেল রানা, মুজা‌হিদ ,
ছাত্রলীগ নেতা আলমঙ্গীর হো‌সেন , বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বি‌ভিন্ন অঙ্গসংগঠ‌নের নেতাকর্মীসহ এলাকাবাসি ।

দৈনিক দেশতথ্য//এইচ//