শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ধনবাড়ী – উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা।
টাঙ্গাইল ধনবাড়ী উপজেলায় ৩৭ টি মন্ডপে মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে।
গতকাল সোমবার ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন । তিনি বিভিন্ন মন্ডপ পরিদর্শনের পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতির খোজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন,ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাবুল , পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবু, সাবেক ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন, যদুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ধনবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, ধনবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাছিরুজ্জামান মিলন, ধনবাড়ী উপজেলা ছাত্রলীগের আহবায়ক মশিউর রহমান মিন্টু,যুগ্ন আহবায়ক কামরুজ্জামান,
এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ,স্বেচ্ছাসেবক লীগ এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
পূজা মন্ডপ পরিদর্শনকালে ধনবাড়ী উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে সাম্প্রদায়িকতার কোন স্থান নাই। তিনি আরো বলেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে ধনবাড়ী থানা পুলিশকে পূজা শুরু হওয়ার এক মাস পূর্বেই নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে ।
দৈনিক দেশতথ্য//এইচ//