Print Date & Time : 8 July 2025 Tuesday 5:39 am

‘ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের আরও দায়িত্বশীল হতে হবে’

নিজস্ব প্রতিবেদক ॥ ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের আরও দায়িত্বশীল হতে হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, ভবিষ্যতে কোনো অশুভ শক্তি যেন রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সে জন্য ধর্মীয় নেতাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে মসজিদের খতিব ও ইমামরা জুমার বয়ানে নিয়মিতভাবে বিষয়টি তুলে ধরতে পারেন। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এক সচেতনতামূলক সংলাপে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, পবিত্র কুরআন ও মহানবীর (সা.) জীবনী, মদিনা সনদ, মক্কা বিজয?ের ঘটনা এবং বিভিন্ন হাদিস থেকে আমরা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার কথা জানতে পারি। অসাম্প্রদায়িক সমাজ রক্ষায় মহানবীর (সা.) জীবন থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ করণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল শাহীন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃণাল কান্তি দে, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পিপি কুষ্টিয়া অনুপ কুমার নন্দী, ইসলামি আলোচক ড. আব্দুল মোমেন সিরাজী প্রমুখ।