রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: বাউফলে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণসহ সারাদেশে ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে হৃদয় তারুয়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ডিসি চত্বর হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাগরিক কমিটির রুশদা ইসলাম রিপা, জিনাত জাহান, বশির আহমেদসহ রিয়ান।
বক্তারা বলেন, চব্বিশের গনঅভ্যুত্থানে দেশ স্বাধীন হলেও এদেশে এখনো নারীরা নিরাপদ নয়। শিশু থেকে বৃদ্ধ প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে।ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়ার দাবি জানান তারা।

Discussion about this post