Print Date & Time : 11 September 2025 Thursday 11:28 am

ধানখোলা পরিষদ মার্কেটের ভিত্তি প্রস্তরের স্থাপন

মেহেরপুরের গাংনী উপজেলার ০৮ নং ধানখোলা ইউনিয়ন পরিষদ মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরের দিকে ধানখোলা ইউনিয়ন পরিষদ মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ইউনিয়ন পরিষদ মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল। গাংনী উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার। জেলা জেপির সভাপতি আব্দুল হালিম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৬ মার্চ ২০২৩