পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্।
সোমবার (২৭ নভেম্বর) সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
এসময় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন, শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন কর্মী মাত্র।
চেষ্টা করছি এলাকার উন্নয়নের মাধ্যমে তার স্বপ্ন বাস্তবায়নে অংশীদার হতে। জননেত্রী শেখ হাসিনা আবারও আমাকে মনোনয়ন দিয়ে আস্থা রেখেছেন, জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন।এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি আরো বলেন,আমি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দেবো ইনশাআল্লাহ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৭ নভেম্বর ২০২৩