Print Date & Time : 2 July 2025 Wednesday 10:54 am

ধামইরহাটে কষ্টিপাথরের মূর্তিসহ শিবলিঙ্গ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবির) অভিযানে ৪৩ কেজি ৩শ ও ১৭ কেজি ৭শ গ্রাম ওজনের দুইটি কষ্টি পাথরের মূর্তিসহ ৪৫ কেজি ওজনের একটি শিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করা হয়েছে। যার সর্বমোট মূল্য ৬১ লক্ষ টাকা।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবির) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানান, গত মঙ্গলবার রাতে উপজেলার চকচন্ডি বিওপির সীমান্ত পিলার ২৬৩/৫ এস হতে আনুমানিক ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিয়ার ৮০৪৮৩৫, মানচিত্র ৭৮ সি ১৬) পাচারকারীরা সীমান্তবর্তী কৈগ্রাম, নাওয়াল আদিবাসী পাড়ায় ভারতে পাচারের উদ্দেশ্যে কিছু কষ্টি পাথরের মূর্তি জমা করে রাখে।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে চকচন্ডি বিওপির সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলার পাতনা, চানকুড়ি এলাকার জাহেদুল ইসলাম হেলালের পুকুর থেকে লুকানো অবস্থায় পাথরের মূর্তি দুইটি উদ্ধার করা হয়। এছাড়াও ওই দিন বিকেলে একই জায়গা থেকে একটি শিবলিঙ্গ সাদৃশ্য পাথর উদ্ধার করে বিজিবির টহল দল।

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তিগুলো স্থানীয় প্রত্নতত্ত্ব জাদুঘরে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মূর্তি পাচারের সাথে কারা জড়িত তা অনুসন্ধানের কার্যক্রম চলমান রয়েছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য ,১৫ ফেব্রুয়ারী ২০২৩